ববিতে ক্যারিয়ার কাউনসিলিং এন্ড মোটিভেশন সেমিনার | বিশ্ববিদ্যালয় নিউজ

ববিতে ক্যারিয়ার কাউনসিলিং এন্ড মোটিভেশন সেমিনার

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

#বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার কাউনসিলিং এন্ড মোটিভেশন বিষয়ক সেমিনার। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মো. মাহমুদুর রহমান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল এফসিএ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয়