৯৮ লাখ টাকা অর্থ আত্মসাৎ, সাবেক অধ্যক্ষ ও হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা | কলেজ নিউজ

৯৮ লাখ টাকা অর্থ আত্মসাৎ, সাবেক অধ্যক্ষ ও হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা

ভুয়া চাহিদাপত্র ও বিল-ভাউচার দাখিল করে কলেজের বিভিন্ন খাত সংশ্লিষ্ট ২০টি ব্যাংক হিসাব হতে মোট ৯৮ লাখ ১ হাজার ২৫৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

#শিক্ষক #শিক্ষার্থী #দুদক

৯৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোছা. ফরিদা পারভীন (৫৯) ও রাজস্ব শাখার হিসাবরক্ষক মো. নুরুল আলমের (৫৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান সরকার।

তিনি জানান, দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি করেছেন।

ফরিদা পারভীন (৫৯) দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার এএফএম মোস্তফা সরকারের স্ত্রী। ফরিদা পারভীন ২০২২ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। বর্তমানে তিনি ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত।

হিসাবরক্ষক নুরুল আলম (৫৬) দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফরিদা পারভীন ২০২২ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে হিসাবরক্ষক নুরুল আলমের সহায়তায় ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চাহিদাপত্র ও বিল ভাউচার ব্যতীত/ভুয়া চাহিদাপত্র ও বিল-ভাউচার দাখিল করে কলেজের বিভিন্ন খাত সংশ্লিষ্ট ২০টি ব্যাংক হিসাব হতে মোট ৯৮ লাখ ১ হাজার ২৫৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ। এই মামলাটি দায়েরের জন্য ৩০ মে অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়।

#শিক্ষক #শিক্ষার্থী #দুদক