ঢাবির ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় মামলা | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবির ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় মামলা

আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

#পুলিশ #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক

রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী এক শিক্ষার্থী।

উত্তরার এডিসি আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান তিনি।।

বাসে হামলার ঘটনায় ‘ক্ষণিকা’ বাসের চালকসহ ৮ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। এছাড়া গাড়ির জানালাগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে, সন্ধ্যায় বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা ও বিচার চাইতে উত্তরা পশ্চিম থানায় যান ঢাবি উপাচার্য ও প্রক্টর। এসময় আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় থানা পুলিশ।

এর আগে একই দিন মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।

ঢাবির বাসে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিবৃতিতে বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু শিক্ষার পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও ইঙ্গিত করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক। এসব ঘটনা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানায় দলটি।

#পুলিশ #ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক