গোবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | বিশ্ববিদ্যালয় নিউজ

গোবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও একাডেমিক কার্যক্রম চালু হয়েছে মাত্র ১৫ বছর আগে। নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা স্বচ্ছতা নিশ্চিত করে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় গঠনের চেষ্টা করছি। ইতোমধ্যে স্বনির্ভর কর্মসূচি, ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা হয়েছে। সামনে ‘বেস্ট টিচার ও রিসার্চার অ্যাওয়ার্ড’ চালু করা হবে।

#গোবিপ্রবি #প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচিতে ছিলো পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান।

সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমান, এবং সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মজনুর রশিদ।

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও একাডেমিক কার্যক্রম চালু হয়েছে মাত্র ১৫ বছর আগে। নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা স্বচ্ছতা নিশ্চিত করে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় গঠনের চেষ্টা করছি। ইতোমধ্যে স্বনির্ভর কর্মসূচি, ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা হয়েছে। সামনে ‘বেস্ট টিচার ও রিসার্চার অ্যাওয়ার্ড’ চালু করা হবে।

উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আমাদের আগে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে।

ট্রেজারার ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিরানভূমি থেকে আজ এখানে ফুল ফুটেছে। আমাদের শিক্ষার্থীরাই এই ফুল। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হলে আমাদের পরিচর্যা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বছর একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও আলোচনায় অংশ নেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও আবাসিক হলগুলো ছিলো মনোমুগ্ধকর আলোকসজ্জা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#গোবিপ্রবি #প্রতিষ্ঠাবার্ষিকী