সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকার অনুমোদিত মাত্র ২৩ টি বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীরা উচ্চতর স্কেল পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জানুয়ারির পত্রে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের আদেশ এবং কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের পূর্বে পিটিশনারদের ২৩টি কলেজ থেকে বি এড ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীদের বিএড স্কেল প্রদান করে আসছে। এখন হাইকোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ নিষ্পত্তির আদেশ এবং কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে ২৩টি কলেজের নামের তালিকা প্রকাশপূর্বক পূর্বের ন্যায় পত্র জারি করা প্রয়োজন। অন্যথায় ১৫-০৫-২০১৮ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পত্রের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ আদেশ উপেক্ষা করে বেসরকারি ২৩টি বিএড কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের বিএড সনদের বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরুপ হবে। ফলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হবে।
এই চিঠি জারির ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য বেসরকারি বিএড কলেজের সনদধারীদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি টিটি কলেজ এবং সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকার অনুমোদিত ২৩ টি বেসরকারি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারিদের উচ্চতর স্কেল প্রদানের সুপারিশ করেছিল। ভুয়া বিএড সনদ নিয়ে উচ্চতর স্কেল প্রাপ্তির বিষয় তদন্ত করতে গিয়ে ডিআইএ ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৪৩ জন শিক্ষকের সন্ধান পান। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমার বার্তা ও ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এ তথ্যবহুল রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সরকারি টিটি কলেজের পাশাপাশি সরকার অনুমোদিত যে ২৩টি বেসরকারি টিটি কলেজের কথা বলা হয়েছে সেগুলো হলো;
(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ,সাতক্ষীরা , (২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, (৩) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা( ৪)হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর,(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর,(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, (৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর,(৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, (৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, (১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, (১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, অধ্যক্ষ (১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, (১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম (১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, (১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ,পালবাড়ী ,যশোর-(১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর (১৭)মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি,একাডেমী,মাগুরা (১৮) খান টিচার্স ট্রেনিং কলেজ (১৯) সেকান্দার টিচার্স ট্রেনিং কলেজ (২০) সিটি টিচার্স ট্রেনিং কলেজ (২১)ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ,(২২) কলেজ অফ এডুকেশন বিএড নর্থ আমানত গঞ্জ ,(২৩) সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
বিজ্ঞাপন