ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল | বিবিধ নিউজ

ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল

ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে।

#শিক্ষক

ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি বিধিমালা, ২০১০ এর বিধি-বিধান পরিপালনে ব্যর্থ হওয়ায় উল্লিখিত আইন ও বিধিমালার আওতায় নিম্নোক্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের অনুকুলে জারিকৃত সনদ বাতিল করা হয়েছে। এ প্রেক্ষিতে গ্রাহকদের নিকট হতে গৃহীত সঞ্চয়/আমানত ফেরত প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল

প্রতিষ্ঠানগুলো হলো- ঝাউদিয়া গ্রাম উন্নয়ন সংস্থা, গণ উন্নয়ন একাডেমী, রুপা, গণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন (এনএসকেএফ), বাংলাদেশ রুরাল ইউথ ওয়েলফেয়ার অরগানাইজেশন (বারিও), আস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র, গ্রামের আলো, ভালুকা ফাউন্ডেশন (Bhaluka Foundation) ও জয়বাংলা নারী উন্নয়ন সংস্থা।

উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে ক্ষুদ্রঋণ কার্যক্রম করা হতে বিরত থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

#শিক্ষক