তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার | বিবিধ নিউজ

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

তরুণীকে (২০) শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

#ছাত্রদল #শিক্ষার্থী #ধর্ষণ

তরুণীকে (২০) শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি বহিষ্কৃত পল্লবের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হেফাজত নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ফেসবুক পোস্টে লিখেছেন, আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল নিয়ে শ্যামগঞ্জ বাজারে রাতে ২০/২৫ জনের একটি দল গাড়ি থামিয়ে টেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চড় থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়। মেয়েটিকে দুই ঘণ্টা আটকে রাখা হয়।

#ছাত্রদল #শিক্ষার্থী #ধর্ষণ