জুলাই- আগস্টের ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রদল নেতা হাসপাতালে বেডে বসে পরীক্ষা দিয়েও হয়েছেন গ্র্যাজুয়েট। তিনি আব্দুল্লাহ আল ইমরান। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া এই ছাত্র সিজিপিএ-২ দশমিক ৯৪ পেয়ে সম্প্রতি গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন।
জানা গেছে, ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বসে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, একটি গুলি হাঁটু ছিড়ে বের হয়ে যায়। যার ফলে আমার হাড়ে ৬ ইঞ্চি ক্ষত হয়। এখনও পর্যন্ত আমার ২৪ বার অপারেশন করা হয়েছে। আগামীকাল (৮ মে) আরেকটি অপারেশন করা হবে।
তার সহপাঠীরা জানান, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালে বসেই পরীক্ষায় অংশ নেওয়া এবং ভালো ফলাফল অর্জন করা তার অদম্য মানসিক শক্তির প্রতিফলন। ইমরানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তার দ্রুত সুস্থতা এবং ভবিষ্যৎ সংগ্রামে সফলতা কামনা করেছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।