শহীদ মিনারে ছাত্রদল নেতা-কর্মীদের ঢল | বিবিধ নিউজ

শহীদ মিনারে ছাত্রদল নেতা-কর্মীদের ঢল

মাসব্যাপী কর্মসূচির প্রথম ধাপে ১ জুলাই প্রথম প্রহরে ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

#শহীদ মিনার #ছাত্রদল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল নেতা-কর্মীদের ঢল নেমেছে। ১ জুলাই প্রথম প্রহরে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হচ্ছে।

সোমবার রাত ১০টা থেকে নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন। কেন্দ্রীয় ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন।

এর আগে এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাসব্যাপী কর্মসূচির প্রথম ধাপে ১ জুলাই প্রথম প্রহরে ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শহীদ মিনার #ছাত্রদল