ধ*র্ষণের প্রতিবাদ নাজিরপুরে ছাত্রদলের | বিবিধ নিউজ

ধ*র্ষণের প্রতিবাদ নাজিরপুরে ছাত্রদলের

সোমবার (১০ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

#ধর্ষণ #ছাত্রদল

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১০ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি তানজিয়া তাবাসসুম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমাম খান, আসাদ শেখ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপুল বিশ্বাস, ওহিদুজ্জামান চঞ্চল, সফিকুল ইসলাম, সাইফুল্লাহ সুমন, সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তিন্নি ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতারা।

#ধর্ষণ #ছাত্রদল