‘ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানকে সহিংসতার ঘাঁটিতে পরিণত করতে চায়’ | বিবিধ নিউজ

‘ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানকে সহিংসতার ঘাঁটিতে পরিণত করতে চায়’

`বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, ২৬ মে দুপুরে সরকারি তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমের ওপর প্রকাশ্য দিবালোকে বর্বর হামলা চালিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।'

#ছাত্রদল #সরকারি তিতুমীর কলেজ

তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, তিতুমীর কলেজ প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা এবং ছাত্রদলের সন্ত্রাসীদের অবাধ তাণ্ডব এটাই প্রমাণ করে যে, ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির ছদ্মবেশে সহিংসতা ও দমন-পীড়নের ঘাঁটিতে পরিণত করতে চায়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

এতে বলা আরো বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, ২৬ মে দুপুরে সরকারি তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমের ওপর প্রকাশ্য দিবালোকে বর্বর হামলা চালিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আবাসিক হল খোলার দাবিতে চলমান শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে বিএনপি ও তাদের ছাত্র সংগঠন বরাবরের মতোই সন্ত্রাসী কায়দায় অগ্রসর হয়েছে। ছাত্রদলের এই হামলা তাদের দীর্ঘদিনের সহিংস ও অগণতান্ত্রিক রাজনৈতিক চরিত্রের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। অতীতে যেমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্ষমতার অপব্যবহার করে ক্যাম্পাসগুলোতে দখল-সন্ত্রাস, অস্ত্রের মহড়া এবং হত্যার রাজত্ব কায়েম করেছিলো— আজও সেই একই ফ্যাসিবাদের বার্তা বহন করে তারা ছাত্র রাজনীতিতে ফের সন্ত্রাসের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই হামলার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, শিক্ষার্থীদের স্বার্থরক্ষার যেকোনো গণতান্ত্রিক সংগ্রামে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায়— ক্যাম্পাসে যারা সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাদের প্রতিটি অপতৎপরতার জবাব ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে দেবে। অতীতেও আমরা জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেবো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছাত্রদল #সরকারি তিতুমীর কলেজ