সাম্য হ/ত্যার বিচার না হলে দেশ অচলের হুঁশিয়ারি ছাত্রদলের | বিশ্ববিদ্যালয় নিউজ

দেশ অচলের হুঁশিয়ারি ছাত্রদলের

‘আমরা সাত দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। সরকারের কোনো সাড়া পাইনি। দ্রুততম সময়ে সাম্যের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন।’

#শাহরিয়ার আলম সাম্য #হত্যা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্র

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে পুরো বাংলাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, আমরা সাত দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। সরকারের কোনো সাড়া পাইনি। দ্রুততম সময়ে সাম্যের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন।

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন। এ হত্যার বিচার না করলে পুরো বাংলাদেশ অচল করে দেবো।

মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদল সভাপতি এ হুঁশিয়ারি দেন। এর আগে বিকেলে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

বিকেলে শাহবাগ মোড় ব্লকেডের এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’ ইত্যাদি শ্লোগান দিচ্ছেন তারা।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও যোগ দিয়েছেন।

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কর্মসূচিতে যোগ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন।

তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের ভাই শাহবাগ থানায় মামলা করেছেন।

শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শাহরিয়ার আলম সাম্য #হত্যা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্র