জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল | বিশ্ববিদ্যালয় নিউজ

জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

ছাত্রদলের দাবি, সাজিদের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া বুধবার রাতে ‘সাজিদ ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে একটি উস্কানিমূলক পোস্ট দেয়া হয়, যেখানে লেখা ছিলো ‘কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে, যাদের হারানোর কিছুই নেই… তারা হবে নির্ভীক, তারা হবে ভয়ংকর সুন্দর!’ ছাত্রদলের অভিযোগ, এটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার ইঙ্গিত বহন করে।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ছাত্রলীগ #ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ থেকে শরিফুল ইসলাম সাজিদ নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগের ছাত্রলীগের সেক্রেটারি।

ছাত্রদলের দাবি, সাজিদের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া বুধবার রাতে ‘সাজিদ ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে একটি উস্কানিমূলক পোস্ট দেয়া হয়, যেখানে লেখা ছিলো ‘কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে, যাদের হারানোর কিছুই নেই… তারা হবে নির্ভীক, তারা হবে ভয়ংকর সুন্দর!’ ছাত্রদলের অভিযোগ, এটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে সাজিদ বলেন, পোস্টটি আমি দিইনি, আইডিটিও আমার নয়। আগামীকাল আমার বিয়ে, তাই আজ রিটেক পরীক্ষার আবেদন করছিলাম। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, সাজিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দীনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, সাজিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে তার নামে মামলা আছে কি না—জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে আর তাকে ফোনে পাওয়া যায়নি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ছাত্রলীগ #ছাত্রদল