আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করতে চান বলে জানালেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম। গতকাল বুধবার রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে নাজমুল ইসলাম লিখেছেন, ‘একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। আমাদের যাদের ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে আমাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্ততি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি, আমরা নির্দোষ নাকি অপরাধী? খুব শিগগিরই আমি এই কাজটি করব। কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।’
নাজমুলের পোস্টে নানা জন নানা মন্তব্য করছেন। হুমায়ুন এ জনি নামের একজন লিখেছেন, ‘আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে থেকে নতুন করে শুরু করি।’
এস এ সাদিক নামেব একজন লেখেন, ‘ভাই জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি।’ দিলসাদ আহমদ নামে একজন লেখেন, ‘প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন।’
ছাত্রলীগ নেতা নাজমুল বর্তমানে সৌদি আরবে আছেন বলে জানা গেছে।