ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রধান বিচারপতির অভিভাষণ | বিবিধ নিউজ

ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রধান বিচারপতির অভিভাষণ

প্রধান বিচারপতি তার চার মাসের মধ্যে রোডম্যাপের বাস্তবায়নের যে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে সে সম্পর্কে তিনি কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা প্রদান করেন।

#বিবিধ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশি-বিদেশি সামরিক কর্মকর্তা, যুগ্মসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশের বিচারব্যবস্থা ও এর বিভিন্ন দিক তুলে ধরেন।

মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজের আমন্ত্রণে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ের সামরিক কর্মকর্তা এবং যুগ্মসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের নিয়ে পরিচালিত কোর্সে রিসোর্স পারসন হিসেবে অভিভাষণে বিচারব্যবস্থা নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা দিয়েছেন।

এ সময় তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার উদ্ভব ও বিকাশ, আইনের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়, বাংলাদেশের আদালত ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের ভূমিকা, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের উচ্চ আদালতের বিচারিক কর্মপন্থাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

এ ছাড়া, কোর্সে অংশগ্রহণকারীদেরকে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিগত ২০২৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে তার ঘোষিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন তিনি।

প্রধান বিচারপতি তার চার মাসের মধ্যে রোডম্যাপের বাস্তবায়নের যে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে সে সম্পর্কে তিনি কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা প্রদান করেন।

উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বচ্ছতা আনয়নে তার উদ্যোগে প্রণীত জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে মেধাভিত্তিক নিয়োগের দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান।

তিনি বলেন, বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকল্পে তার নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সক্রিয় রয়েছে মর্মে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বিচার বিভাগে কার্যকর পৃথকীকরণে ও বিচার সেবা সহজিকীকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বস্তবায়নে তিনি বদ্ধপরিকর রয়েছেন।

#বিবিধ