ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে আইয়ান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে খেলতে গিয়ে উপজেলার দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে পড়ে যায় আয়ান।
স্বজনদের দাবি, সেপটিক ট্যাংকি নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের অসতর্কতার কারণেই এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শিশু আয়ানের পিতা মোহাম্মদ জামান মিয়া বলেন, সোমবার বেলা ১১টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে পারেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ১২টার দিকে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ। পরে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দক্ষিণ জয়পুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকির কাজ নির্মাণাধীন। তাতে বৃষ্টির পানি জমে ছিল। আর সেই পানিতে পড়ে শিশুটি মারা যায়। তবে সব সময় সেপটিক ট্যাংকি ঢেকে রেখেই কাজ করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।