এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন | বিবিধ নিউজ

এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন

তার বাবা ২০১১ সালে নাটোর জর্জ কোর্টে এসে তার মাকে তালাক দেন এবং পরে আরিফকে পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মাঝপথে তা বন্ধ করে দেন। এরপর থেকে আরিফ ও তার মা আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছেন। ২০১৩ সালে বাবার সাথে ঢাকায় দেখা করতে গেলে তার বাবা তাকে পুলিশে দেন।

# অলিম্পিয়াড

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মো. শরীফ উল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে আরিফ হাসান উৎস।

মঙ্গলবার (১৩ মে) নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আরিফ হাসান উৎস তার জীবনের দুর্বিষহ সংগ্রাম ও বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।

তিনি দাবি করেন, তার বাবা মো. শরীফ উল হাসান বহু বিবাহে আসক্ত ও সন্তান হিসেবে তাকে অবহেলার পাশাপাশি তার মায়ের সম্মানহানির চেষ্টা করে আসছেন।

আরিফ হাসানের বক্তব্য অনুযায়ী, তার বাবা ২০১১ খ্রিষ্টাব্দে নাটোর জর্জ কোর্টে এসে তার মাকে তালাক দেন এবং পরে আরিফকে পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মাঝপথে তা বন্ধ করে দেন। এরপর থেকে আরিফ ও তার মা আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছেন। ২০১৩ খ্রিষ্টাব্দে বাবার সাথে ঢাকায় দেখা করতে গেলে তার বাবা তাকে পুলিশে দেন। মায়ের সাথে তার বাবা সম্পর্ক বিচ্ছিন্ন হলেও বাবা বিভিন্নভাবে তার মায়ের সম্মানহানির চেষ্টা করেছেন এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।

এছাড়াও, আরিফ দাবি করেন যে তার বাবা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন পদোন্নতি অর্জন করেছেন এবং তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন।

আরিফ বলেন, আমি আমার মৌলিক অধিকার ফেরত চাই এবং আমার মায়ের সম্মান রক্ষার্থে সমাজ ও প্রশাসনের সহযোগিতা কামনা করি। আমি আমার জন্মদাতা বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছি, কারণ আমার মা ও আমি দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হয়ে আসছি। সংবাদ সম্মেলনে আরিফ হাসানের মা জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কথা বলতে এনএসআই কর্মকর্তা শরীফ উল হাসানের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোনটি ফোন বন্ধ পাওয়া যায়।

# অলিম্পিয়াড