চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে। এ ছাড়া ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ২০১১ খ্রিষ্টাব্দ থেকে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারীরা অংশগ্রহণ করেছেন। এটিই দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হচ্ছে। ছবি : সংগৃহীত