চট্টগ্রাম নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো উৎসব ইঞ্জিনিয়ারিং নাইট ২০২৫।
সম্প্রতি চিটাগং সিনিয়রস ক্লাবের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও প্রক্টর প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরীসহ অনেকে।
অতিথিতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন এবং আগামীতে এইধরণের অনুষ্ঠানগুলো আরো বড় পরিসরে করার আশা করেন। এসময় সামার সেমিস্টারে ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদের ফ্যাকাল্টি, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সন্ধ্যা জুড়ে ছিলো শিক্ষার্থীদের গান, নাচ, নাটক ও গল্পকথন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতার ব্যঙ্গধর্মী পরিবেশনা দর্শকদের হাসির ঝড় তোলে। জনপ্রিয় ব্যান্ড ফ্ল্যাট-৫এ এর নজরকাড়া পারফরমেন্স পুরো অনুষ্ঠানকে এক সঙ্গীতময় উৎসবে রূপ দেয়।
শিক্ষার্থীদের অনুরোধে অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল ও শিক্ষক ড. রুবেল সেন গুপ্তর মঞ্চে গান উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। প্রাক্তন শিক্ষার্থীরাও ফিরে আসেন এই আয়োজনে। নিজেদের অসাধারণ পরিবেশনার মাধ্যমে জুনিয়রদের অনুপ্রাণিত করেন। এই আন্ত:প্রজন্মীয় বন্ধন আরো মজবুত করে তোলে ইঞ্জিনিয়ারিং পরিবারকে। উৎসব-আনন্দ, গান, আড্ডায় পুরো অনুষ্ঠানটি পরিণত হয় সতীর্থ ও প্রাক্তনদের মিলন মেলায়।