রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই উত্তেজনা সৃষ্টি হয়।
উপাচার্য, প্রক্টর এবং ছাত্র পরামর্শকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। প্রথমে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ একটি গ্রুপের নেতাকর্মীরা। পরে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনসহ অন্য গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও রাত ৯টা ১৫ মিনিটে সভাপতি-সাধারণ সম্পাদক প্যানেলের গ্রুপ একটি মিছিল বের করে, যা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে গিয়ে শেষ হয়। এর মধ্যেই ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে, সামাদ-ফরহাদ-তারিফ প্যানেলের নেতাকর্মীরা কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান নেন, এবং তাদের হাতে লাঠি ও রড সদৃশ বস্তু দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ড. মো. আরফান আলী জানান, যখন বিস্ফোরণের শব্দ শোনা গেছে তখন ঘটনাস্থলে আমি ছিলাম না, তবে বিষয়টি জানার চেষ্টা করছি। ক্যাম্পাসের প্রধান গেটগুলো বন্ধ করতে বলেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।