মাদরাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ | মাদরাসা নিউজ

মাদরাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০

জামিয়া সুলতানিয়া রওজাতুল কুরআন নুরানি মহিলা মাদ্রাসা ও ওবায়দুল হোসেনের রাবেয়া বুশরী নুরানি মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে স্থানীয় মফিজুর ও ওবায়দুলের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রোববার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

#মাদরাসা #ভর্তি

জামালপুরের ইসলামপুরে নুরানি মাদরাসায় ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে স্থানীয় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষ চলাকালে সড়ক বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

রোববার (১১ মার্চ) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ইসলামপুর-ঝগড়ারচর সড়কে কড়ইতলা মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় , শনিবার (১০ মে) রাতে কড়ইতলা এলাকায় মফিজুর রহমানের জামিয়া সুলতানিয়া রওজাতুল কুরআন নুরানি মহিলা মাদরাসা ও ওবায়দুল হোসেনের রাবেয়া বুশরী নুরানি মাদরাসায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে স্থানীয় মফিজুর ও ওবায়দুলের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রোববার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। এমন কিছু পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#মাদরাসা #ভর্তি