জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী শনিবার ক্লাস-পরীক্ষা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার ১৯ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইউনিট-এ (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এর প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা দুপুর ২টা ৩০মিনিট থেকে ৩টা ৩০ মিনিট চলবে। এ প্রেক্ষিতে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো।