সহশিক্ষা কার্যক্রম প্রতিভা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ: গণশিক্ষা উপদেষ্টা | স্কুল নিউজ

সহশিক্ষা কার্যক্রম প্রতিভা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ: গণশিক্ষা উপদেষ্টা

নৈতিকতা ছাড়া অধিক শিক্ষায় শিক্ষিত হয়েও লাভ হবে না।

#শিক্ষা

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

নৈতিকতা ছাড়া অধিক শিক্ষায় শিক্ষিত হয়েও লাভ হবে না। তিনি বলেন, শিশুদের কো-কারিকুলার কার্যক্রম খেলাধুলা, চিত্রাঙ্কন, আবৃত্তি, প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে হবে।

কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৩ মে) নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিতে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রাথমিকে একজন শিশু নিজের ভাষা ভালোভাবে না বুঝলে অন্য ভাষা আয়ত্ত করতে পারবে না। যদি নিজের ভাষা পড়তে শিখে তাহলে সবকিছু পড়তে পারবে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহ, নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহাম্মদ গোলাম নবী।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, ইন্সট্রাক্টরসহ সংশ্লিষ্টরা।

এর আগে উপদেষ্টা নাটোর জেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুম টু রিড’ এর সাক্ষরতা কার্যক্রম পরিদর্শন, উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কমিটি আয়োজিত ‘পড়া-লেখা উৎসব’ ও অভিভাবক সভায়' প্রধান অতিথির বক্তব্য এবং ‘পড়া-লেখা উৎসবে’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বড়াইগ্রাম স্কুলে উপদেষ্টা বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য শিশুরা যাতে সাবলীলভাবে বলতে পারে, পড়তে পারে এবং লিখতে পারে। সে বিষয়ের ওপর জোর দিচ্ছি। শিশুরা যাতে মুখস্থ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

তারা যাতে ভালোভাবে যোগ-বিয়োগ ও গুণ-ভাগ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা হলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য হলো ভালোভাবে জীবন-যাপন করা।

লেখাপড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে স্বাস্থ্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

খেলাধুলা, চিত্রাঙ্ককন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। খেলাধুলা শুধু শরীর ভালো রাখে না, পরস্পরকে যৌথভাবে কাজ করতে সহায়তা করে।

শুধু ভালো রেজাল্ট করলে হবে না, অন্যান্য গুণাবলি থাকতে হবে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সবার সঙ্গে মেশার ক্ষমতা থাকতে হবে, যোগ করেন তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষা