দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের | ফিচার নিউজ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

রাজধানীর পশ্চিম ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

#শিক্ষার্থী #কলেজ

রাজধানীর পশ্চিম ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আশরাফুল ইসলাম (২১) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সোয়া ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের জাপান-বাংলাদেশ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া ৯টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিক্ষার্থী আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসা নিহত আলভীর মামি মাহি জানান, রাত ৮টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আলভী ও আশরাফুল আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে ওদের দুজনের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে আমরা প্রথমে জাপান-বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, নিহত ও আহত শিক্ষার্থীর বাসা হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকায়। নিহত আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা দুইজনই ডক্টর মালেকা কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ধানমন্ডি জিগাতলা এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরেই এই হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ধানমন্ডি লেকে বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে একটি ঝামেলা হয়েছিল। তারই ধারাবাহিকতায় জিগাতলায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

#শিক্ষার্থী #কলেজ