হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হ/ত্যা | কলেজ নিউজ

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

মাঝপথে হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে সহকারী উত্তেজিত হয়ে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

#কলেজ #শিক্ষার্থী #হত্যা

নিহত সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীতনিহত সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহমেদ গাজীপুর সদর উপজেলার বাউপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা থেকে সিয়াম চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে ওঠেন। মাস্টারবাড়ি স্ট্যান্ডে তার নামার কথা ছিলো। মাঝপথে হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে সহকারী উত্তেজিত হয়ে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশ থানায় আনা হয়। পরে স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কলেজ #শিক্ষার্থী #হত্যা