শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক ইমদাদুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র কেন বাতিল করা হবে না, তা আগামী সাত কার্য দিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমদাদুল হক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য প্রদান/তথ্য গোপন করে প্রভাষক, ইতিহাস পদে আবেদন করে ২০২০ খ্রিষ্টাব্দের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ এবং শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন মর্মে অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রামাণিত হয়েছে।
আরও বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)" এর বিধি ১২(২) অনুযায়ী তার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র কেন বাতিল করা হবে না তার কারণ এ পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।