প্রাথমিক শিক্ষার্থীদের সহায়ক বই নির্বাচনে আমলানির্ভর কমিটি! | বই নিউজ

প্রাথমিক শিক্ষার্থীদের সহায়ক বই নির্বাচনে আমলানির্ভর কমিটি!

এই কমিটি শিক্ষার্থীদের উপযোগী শিশুতোষ পাঠ্যবই নির্বাচন করবে। একই সঙ্গে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম ও মূল্যসহ ২০০ বইয়ের তালিকা তৈরি করবে।

#বই #প্রাথমিক বিদ্যালয় #শিক্ষার্থী #কমিটি

শিশুকাল থেকেই পড়ার অভ্যাস গড়ে তোলা, বোধশক্তি ও সৃজনশীলতার বিকাশ এবং মনোযোগ বৃদ্ধির জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিশু-কিশোরদের উপযোগী সহায়ক বইয়ে তালিকা প্রণয়ন করার জন্য ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে আহবায়ক করা হয়েছে। এই কমিটি শিক্ষার্থীদের উপযোগী শিশুতোষ পাঠ্যবই নির্বাচন করবে। একই সঙ্গে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম ও মূল্যসহ ২০০ বইয়ের তালিকা তৈরি করবে।

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক অফিস আদেশ দেয়া হয়েছে।

তবে, এই কমিটি গঠন নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এটা আমলানির্ভর কমিটি হয়েছে। এখানে পুরোটাই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাখা উচিত ছিলো।

কমিটি গঠনের আদেশে আরো বলা হয়, এ কমিটির কাজ হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী শিশুতোষ পাঠ্যবই নির্বাচন, নির্বাচিত শিশুতোষ পাঠ্যপুস্তকের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম ও মূল্যসহ নূন্যতম ২০০টি পুস্তকের তালিকা প্রণয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়ে সময়ে তালিকা হালনাগাদকরণ ও সম্প্রসারণ, কমিটির সদস্যরা প্রয়োজনে কোনো বিশেষজ্ঞকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। এছাড়াও কমিটির সদস্যরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সম্মানী পাবেন বলেও জানানো হয়েছে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার (মহাপরিচালকের দপ্তর) মো. আব্দুল্লাহ আল মামুনকে।

কমিটিতে অনান্য সদস্যরা হলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনিন্দ্য ইকবাল অধ্যাপক, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভৌত বিজ্ঞান বিভাগের আহমাদ মোস্তফা কামাল (সাহিত্যিক), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হামিম কামরুল হক, সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক শফিক ইসলাম, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক বীথি ঘোষ, উপদেষ্টার সহকারী একান্ত সচিব আবিদ সরকার সোহাগ।

#বই #প্রাথমিক বিদ্যালয় #শিক্ষার্থী #কমিটি