ছবি : দৈনিক শিক্ষাডটকম
দেশের সব স্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধের কারণে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন চলাকারী যাত্রীরা।
শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত অবরোধ ছাড়বেন না। তাদের দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমান দিতে হবে। এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়ে আলটিমেটাম দেন। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন।
সম্প্রতি সারা দেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।
তারা আরো জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।
ছবি : সংগৃহীত
বিক্ষোভে অংশ নেয়া একজন শিক্ষার্থী বলেন, একই মেয়াদের কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রির স্বীকৃতি পাবেন না? আমরা পেশাগত মর্যাদা ও সমতা চাই।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।