বদলি ঠেকাতে মন্ত্রণালয়ে ঘুরছেন শিক্ষা ভবনের সেই বিতর্কিত উপপরিচালক | এমপিও নিউজ

বদলি ঠেকাতে মন্ত্রণালয়ে ঘুরছেন শিক্ষা ভবনের সেই বিতর্কিত উপপরিচালক

বদলি ঠেকাতে ব্যস্ত সেই বিতর্কিত উপপরিচালক

#এমপিওভুক্ত

স্ত্রীকে ঈদে আশি লাখ টাকার হীরার গয়না উপহার, প্রদর্শক নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাশীদের সঙ্গে রাতের আঁধারে গোপন বৈঠক ও তিন কোটি টাকা বাটোয়ারা এবং হাইস্কুল শিক্ষক, জেলা-উপজেলা শিক্ষা অফিসার ও মাঠ পর্যায়ের কর্মচারী বদলি বাণিজ্যে লিপ্ত থাকাসহ নানা বেপরোয়া কর্মকাণ্ডে মাত্র আট মাসেই বিতর্কিত হয়ে পড়া সেই উপপরিচালককে কঠিন শাস্তির বদলে ঢাকার বাইরে বদলি করা হচ্ছে বলে জোর গুঞ্জন শিক্ষা প্রশাসনে। দিনের বেশিরভাগ সময় তাকে শিক্ষা ভবনের বদলে বাংলাদেশ সচিবালয়ের ১৮, ১৯ ও ২০ তলায় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন।

একাধিক কর্মকর্তা বলেছেন, মাত্র আট মাসে ৮০ বছরের দুর্নাম ও ঘুষ লেনদেনের অভিযোগ মুখে মুখে থাকা উপপরিচালককে দিনের বেশিরভাগ সময় ডিজি অফিসে পাওয়া যায় না। কখনো হাইস্কুল শিক্ষক বদলির দালাল, কখনো জেলা ও উপজেলা শিক্ষা অফিসার ও কর্মচারী বদলি সিন্ডিকেট আবার কখানো ঢাকার আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মচারীদের সঙ্গে দেখা যায় তাকে। প্রদর্শক নিয়োগের ফল প্রকাশে মরিয়া হয়ে ওঠার পেছনেও কোটি টাকার বাটোয়ার ঘ্রাণ পেয়েছেন শিক্ষা প্রশাসনের অনেকেই।

তারা আরো জানান, তাউই সাহেবও বিপদে রয়েছেন, পাঠ্যবই কেলেংকারিতে ডুবছেন। আগস্টের পরও চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা শেষ। তাই তাউই সাহেব এখন আর বিতর্কিত পুত্রাকে রক্ষা করতে পারছেন না। গত দুইতিন কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী ও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের কয়েকজন নেতাকে দিয়েও বদলি ঠেকানোর তদবির করিয়েছেন, এমনটাই দেখেছেন ও শুনেছেন শিক্ষা ক্যাডারের অনেকেই।

#এমপিওভুক্ত