অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই যেকোন যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক এবং সংবেদনশীল। তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলেন। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। চাইলেই এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তবে আশা করি সবার জন্য ভালো কিছু হবে বলে আশ্বাস দেন তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে মানুষের সমর্থন পাওয়া যেকোনো আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। এমন কোনো কিছু করা উচিত নয় যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জনভোগান্তি হয় এমন কিছু না করার অনুরোধ জানান।
এছাড়াও উপদেষ্টা ৭ কলেজের বিষয়ে বলেন, ৭ কলেজের সমস্যাটা একটা বড় সমস্যায় উপনীত হয়েছিল। আমরা এ সমস্যা সমাধানের চেষ্টা করছি। বিগত সময়ের একটা ভুল সিদ্ধান্তর জন্য হাজার হাজার শিক্ষার্থী ভুক্তভোগী হয়েছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, আমাদের সরকার এই সমস্যা সমাধানের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সমস্যা সমাধানে প্রত্যেকটি কলেজকেই প্রাধান্য দেয়া হচ্ছে। ৭ কলেজের সমস্যা দ্রুতই সমাধানের আশা ব্যক্ত করেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিসহ ৭ দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে তারা এই অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন অব্যাহত রয়েছে। ফলে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।