পরীক্ষা কেন্দ্র থেকে প্রেমিক যুগল উধাও! | স্কুল নিউজ

পরীক্ষা কেন্দ্র থেকে প্রেমিক যুগল উধাও!

পালোনো প্রেমিক যুগল হলো: এসএসসি পরীক্ষার্থী প্রিয়া ও নাঈম হোসেন রোমান। উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

#এসএসসি #পরীক্ষা #প্রেমিক যুগল

জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীতজয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে একই স্কুলের এসএসসি পরিক্ষার্থী প্রেমিক যুগল ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে গেছেন।

পালোনো প্রেমিক যুগল হলো: এসএসসি পরীক্ষার্থী প্রিয়া ও নাঈম হোসেন রোমান। উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

তারা দুজনই আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার (২১ মে) সকালে এ তথ্য জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া।

জানা গেছে, উপজেলার আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির পরিক্ষার্থী মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ে প্রিয়ার সঙ্গে জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন রোমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে তাদের পরিবারে জানাজানি হলেও তারা বাধা উপেক্ষা করে তাদের সম্পর্ক চালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার সকালে ওই প্রেমিক যুগল এসএসসির কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসার নাম করে বাড়ি থেকে বের হয়।

কিন্তু পরীক্ষা না দিয়ে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী পালিয়ে যায়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #পরীক্ষা #প্রেমিক যুগল