ঢাবি ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি উপাচার্য #মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন এনইউপি, এনডিসি, পিএসসি।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি উপাচার্য #মেরিটাইম বিশ্ববিদ্যালয়