পরীক্ষার্থীর বি/ষপান, প্রক্সি দিতে গিয়ে খালাতো ভাই আটক | এসএসসি/দাখিল নিউজ

পরীক্ষার্থীর বিষপান, প্রক্সি দিতে গিয়ে খালাতো ভাই আটক

বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে এসএসসি পরীক্ষার্থী আরমান আহম্মদ (১৭)। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

#এসএসসি #পরীক্ষা

আতিকুর রহমান রাসেল। ছবি : সংগৃহীতআতিকুর রহমান রাসেল। ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে আতিকুর রহমান রাসেল (২৩) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে ৭ দিনর বিনাশ্রমে কারাদণ্ড দেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার।

জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে এসএসসি পরীক্ষার্থী আরমান আহম্মদ (১৭)। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে ও ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী আরমান আহম্মদ অসুস্থ থাকায়, পরিবর্তে খালাতো ভাই আতিকুর রহমান রাসেল প্রক্সি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে বিষয়টি জানাজানি হলে পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।

ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য আতিকুর রাসেল মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ভ্রাম্যমান আদালতে প্রক্সি পরীক্ষার্থীর ৭ দিনের কারাদণ্ড প্রদান করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #পরীক্ষা