অধ্যাপক রোমানের বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের | বিশ্ববিদ্যালয় নিউজ

অধ্যাপক রোমানের বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

‘রোমান শুভ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থীর ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সেই রোমানকে আবার পুনর্বাসন করা হচ্ছে।’

#চবি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

গতকাল রোববার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

হাসান মোহাম্মদ রোমানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন, শিবির ও রাজনৈতিক সন্দেহে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, রোমান শুভ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থীর ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে।

সেই রোমানকে আবার পুনর্বাসন করা হচ্ছে। প্রশাসনকে বলছি, আপনারা সাবধান হয়ে যান।

জেন-জি বেঁচে থাকতে আওয়ামী পুনর্বাসন মেনে নেবে না৷ আমরা যদি এখন থেকে প্রতিবাদী হতে না পারি তাহলে আমাদের ওপর আক্রমণ অনিবার্য।

আইন বিভাগের শিক্ষার্থী জুবায়ের বলেন, আমরা শাটল, আবাসন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম।

সেই সমস্ত আন্দোলনকে সন্ত্রাস-জঙ্গিবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দিয়ে আমাকে পুলিশে দিয়েছিল।

এরপর আমি যখন ৩ মাস জেলজীবন পার করে ক্যাম্পাসে ফিরে আসি, তখন আবার আমাকে অন্যায়ভাবে দুই বছর বহিষ্কার করেছে। সেই দিনগুলো আমি খুব কষ্টে কাটিয়েছি। আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার চাই।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#চবি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #শিক্ষক