ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ আট বছর পর সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন, যেখানে অংশ নিচ্ছে ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট।
আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দেওয়া হবে তাকে।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ খ্রিষ্টাব্দ থেকে ২০২৩ খ্রিষ্টাব্দের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে একত্রিত হবেন।
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ বলেন, সমাবর্তন হচ্ছে এই ব্যাপারটা আনন্দের। তবে অনেক বছর পর সমাবর্তন হচ্ছে তাই বিশাল সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে রেজিস্ট্রেশন করেছে। নিয়মিত সমাবর্তন হলে শিক্ষার্থীরা সময়মতো সমাবর্তন পেতো।
আরেক শিক্ষার্থী ইসরাত জাহান অর্পা বলেন, আমরা যারা রানিং স্টুডেন্ট আছি তারাও যেন সমাবর্তন পায়, সেটাই আমাদের চাওয়া। আমরা চাই প্রশাসন নিয়মিত সমাবর্তনের আয়োজন অব্যাহত রাখুক।
ড. মুহাম্মদ ইউনূস ৩৬ বছর পর নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পা রাখতে যাচ্ছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিতির পাশাপাশি তাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হবে। এ আয়োজনে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।