দারুল উলুম মহিলা ফাজিল মাদরাসায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি | বিজ্ঞাপন নিউজ

দারুল উলুম মহিলা ফাজিল মাদরাসায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে কিন্তু ড্রাফট এর প্রয়োজন নেই।

#মাদরাসা #চাকরির-খবর #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর-২০২০ পর্যন্ত সংশোধিত) মোতাবেক দারুল উলুম মহিলা ফাজিল মাদরাসায় শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ:

১. অধ্যক্ষ -১জন (বেতন গ্রেড-০৫)

২. উপাধ্যক্ষ -১জন সৃষ্টপদে (বেতন গ্রেড-০৬)

এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীকে সোনালী ব্যাংক লি. গোদাগাড়ী শাখার অনুকূলে যথাক্রমে-৩,০০০ টাকা ২,০০০ টাকা ও ১,০০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ২৫ দিনের মধ্যে আবেদন করতে আহ্বান করা হলো।

উল্লেখ্য যে, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে কিন্তু ড্রাফট এর প্রয়োজন নেই।

যোগাযোগ: সভাপতি, দারুল উলুম মহিলা ফাজিল মাদরাসা, মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী

#মাদরাসা #চাকরির-খবর #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি