শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় দিনব্যাপী ফল উৎসব | মাদরাসা নিউজ

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় দিনব্যাপী ফল উৎসব

উৎসবে প্রায় ২৫ রকমের দেশি ফল প্রদর্শন করা হয়।

#ফল উৎসব #শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা

জাতীয় ফল মেলার অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার আয়োজনে দিনব্যাপী মৌসুমি ফল প্রদর্শন ও ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রায় ২৫ রকমের দেশি ফল প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলী, অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন, প্রভাষক মাওলানা শাহজাহান আলী, প্রভাষক মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ অনেকে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ফল উৎসব #শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা