বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান।
এরপর নাচ, গান ও ফ্ল্যাশমবসহ ভিন্নধর্মী সব আয়োজন উপহার দেয় এনএসইর শিক্ষার্থীরা। দিনব্যাপী চলে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী মেলায় অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, এবং বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যরা।
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বাংলা নববর্ষ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “বর্ষবরণ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশীয় সংস্কৃতির লালন করে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই। যেখানে বৈষম্য থাকবে না। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছাত্র-শিক্ষক সবাই মিলে নৈতিক শিক্ষার ওপর ভিত্তি করে এমন একটি দেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলো নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। বৈশাখী মেলার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।