ছবি : সংগৃহীত
সরকার ঘোষিত ঐতিহাসিক দুটি দিবস—১৬ জুলাই জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, জ্যেষ্ঠ শিক্ষকরা, রেজিস্ট্রার, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। তিনি দিবস দুটির নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবস দুটি উদযাপনের বিস্তারিত কর্মসূচি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।