আন্দোলনের মুখে ববির রেজিস্ট্রারকে অপসারণের সিদ্ধান্ত | বিশ্ববিদ্যালয় নিউজ

আন্দোলনের মুখে ববির রেজিস্ট্রারকে অপসারণের সিদ্ধান্ত

ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

সেই সঙ্গে ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যারা মুচলেকা দেবেন, তাদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়া হবে।

শনিবার (৩ মে) ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুচিতা শরমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে ২ ঘণ্টাব্যাপী এ সভা হয়।

সভা সূত্রে জানা গেছে, ১১ জন সদস্য সিন্ডিকেট সভায় অংশ নেন। সভায় প্রায় ১ ঘণ্টা রেজিস্ট্রার ইস্যুতে আলোচনা হয়। এ সময় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সদস্যরা।

সভার দায়িত্বশীল অন্তত দুজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হচ্ছে—রেজিস্ট্রার মনিরুল ইসলামকে আজকেই অপসারণ করা।

অতিরিক্ত দায়িত্বে থাকবেন উপাচার্য নিজে; আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার বিষয় আদালতে সুরাহা হবে।

এ ছাড়া ফ্যাসিস্টদের চিহ্নিত করতে এক সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। তবে সদস্য সংখ্যা চাইলে আরও যোগ করে নিতে পারবেন।

যেসব শিক্ষার্থী মুচলেকা দিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং যারা মুচলেকা দেননি, তাদের মামলা বহাল থাকবে। জিডির ক্ষেত্রেও তাই।

এ ছাড়া ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী জিমির সহায়তার আবেদন কেন পাঁচ মাসেও আমলে নেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেটের একজন সদস্য জানান।

এ ব্যাপারে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও কিছু বলতে চাননি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #শিক্ষক