জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, ফেল করেছেন ১১ দশমিক ২০ শতাংশ আর পাস করেছেন ৮৮ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে সন্ধ্যা ৭টা থেকে পাওয়া যাচ্ছে।
এ পরীক্ষায় সারা দেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।