আবারও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি | মাদরাসা নিউজ

আবারও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের পাশাপাশি, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবিও জানানো হয়।

#মাদরাসা #শিক্ষক #শিক্ষার্থী #জাতীয়করণ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণসহ একগুচ্ছ দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অধ্যক্ষ মাওলানা ড. নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

এ সময় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে, প্রতি জেলায় ১টি দাখিল, ১টি ফাজিল বা কামিল, ১টি মহিলা মাদরাসা সরকারিকরণ এবং ৩টি সরকারি আলিয়া মাদরাসার দুরবস্থা নিরসনের দাবি তোলা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের পাশাপাশি, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবিও জানানো হয়।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ লুৎফর রহমান।

অনুষ্ঠানটিতে প্রবন্ধ উপস্থাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক।

এ সময় বক্তারা জানান, ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় আট বিভাগে আটটি সমাবেশ করে ঢাকায় মহাসমাবেশ করা হবে।

আরও উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ড. এহসান মোহাম্মদ জুবায়ের, ডঃ মুহাম্মদ কামরুজ্জামান, ড. নজরুল্লাহ আল মাদানী, ড. মহিউদ্দিন আহমেদ, ড. মোর্শেদ আলম ছালেহী, মুফতি বদিউল আলম সরকার, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা আহমদ আলী,মো. রেজাউল হক, মোহাম্মদ শাহাব উদ্দিনসহ প্রমুখ।

#মাদরাসা #শিক্ষক #শিক্ষার্থী #জাতীয়করণ