জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

তারা চাকরি স্থায়ী না করা হলে ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মচারীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায় ৯০ জন অস্থায়ী কর্মচারী। এসময় তারা চাকরি স্থায়ী না করা হলে ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সুফিয়া কামাল হলে নিরাপত্তা প্রহরী মুনির হোসেন বলেন, ’চাকরি স্থায়ীকরণের জন্য আমরা বিগত সময়ে বিভিন্নভাবে আন্দোলন করেছি। আমাদের কারও কারও চাকরির বয়স ১০ থেকে ১৫ বছর। এখন পর্যন্ত চাকরি স্থায়ী করা হয়নি। দুয়েকবার আশ্বাস দেওয়া হলেও চাকরি স্থায়ী করা হয়নি।’

চাকরি স্থায়ী না করা হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে সুফিয়া কামাল হলের নিরাপত্তাপ্রহরী শামসুল আলম বলেন, ‘আমাদের একটাই দাবি, চাকরি স্থায়ী করতে হবে। এই দাবিতে আমরা মানববন্ধন, অনশনসহ বিভিন্নভাবে আন্দোলন করেছি। কিছুদিন আগেও আমরা স্মারকলিপি দিয়েছি। যদি আমাদের চাকরি স্থায়ী না করা হয়, তাহলে আমরা ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাবো।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়