ছবি : সংগৃহীত
নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ, একাডেমিক-দাপ্তরিক কার্যক্রম শুরু ও বেতন-ভাতার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি মানববন্ধন করেছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল ও সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার খান, সহসাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার।
এ সময় বক্তারা কুয়েটের বিরাজমান সমস্যা থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউজিসিকে দ্রুত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।