ক্রাফট ইনস্ট্রাক্টর নামে কোনো পদ না রাখার ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান। তিনি বলেন, ৩০ শতাংশ পদোন্নতি কোনো বিষয় নেই তবুও আমরা আপিল করেছি।
বুধবার ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থলে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। আমরাও চাই দাবিগুলো পূরণ হোক। তাই দাবি পূরণের জন্য আমাদের সময় দিতে হবে।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণের ঘোষণা দিলেই হবে না। আমাদের লিখিত দিতে হবে। এ প্রতিবেদন লেখা অবধি অধ্যক্ষের কার্যালয়ে রয়েছেন অধিদপ্তরের ডিজি।
এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনে অংশ নেন মহিলা পলিটেকনিক ছাত্রীরাও। এদিকে শিক্ষার্থীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে যানজটে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে।