অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি প্রসঙ্গে যা জানালেন মহাপরিচালক | এমপিও নিউজ

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি প্রসঙ্গে যা জানালেন মহাপরিচালক

মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান রাতে দৈনিক আমাদের বার্তাকে জানান, বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রস্তাবের বিষয়ে অনেকেই পজেটিভ ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে বলে মনে হয়েছে।

#এমপিও

শর্তসাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের নিয়মিত ও কর্মরত শিক্ষকরা এমপিওভুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বুধবার (২ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ওএমপিও নীতিমালা-২০২১ শীর্ষক পর্যালোচনা সভায় আলোচনা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান সন্ধ্যায় দৈনিক আমাদের বার্তাকে জানান, বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে বৈঠকে পজেটিভ আলোচনা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব উপস্থিত ছিলেন। প্রস্তাবের বিষয়ে অনেকেই পজেটিভ ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে বলে মনে হয়েছে।

তিনি বলেন, তবে কিছু শর্ত রয়েছে। এমপিওভুক্তি ছাড়া কি কি সুবিধা পাবে কি পাবে না সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকরা জানান, কাগজে-কলমে সারাদেশে মোট ৪৯৫টি কলেজে প্রায় ৩ হাজার ৫০০ জন শিক্ষক কর্মরত। তবে, এমপিওভুক্তির সিদ্ধান্ত হলে এই সংখ্যা আরো বেড়ে যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা অধিদপ্তরের দ্বৈত শাসনের কবলে পড়ে একই কলেজে এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকগণ এমপিওভুক্ত হলেও স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষকরা এমপিও পান না।

একাধিক গ্রুপ ও দলে বিভক্ত হয়ে তারা এমপিওভুক্তির জন্য মানবন্ধন, গোলটেবিল, অনশণসহ অনেক কিছুই করেছেন। বিগত ১৫ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ উপাচার্যই অনার্স শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তাজকির উজ জামান বলেন, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওর জন্য অর্থ মন্ত্রণালয়ে ১১২ কোটি টাকা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হবে।

অর্থের প্রক্কলন পাওয়া গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে।

#এমপিও