ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনার সূত্রপাত হয়।
এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
দেখা গেছে, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের নিভৃত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের সংঘর্ষ-সহিংসতায় নগরবাসীর ভোগান্তির খবর প্রায়ই পত্রিকায় শিরোনাম হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষ জড়ায় কলেজদ্বয়।
খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাই মূলত সংঘর্ষে জড়ায়। যাদের বেশির ভাগের বয়সই ১৮ বছরের নিচে। স্স্নেজিং, কথাকাটাকাটি ও কটূক্তির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ হচ্ছে। এতে আহত হচ্ছে বিপুলসংখ্যক শিক্ষার্থী, পথচারী, পরিবহণযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা। রাজধানীবাসীকে যানজটের পাশাপাশি নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এসব সংঘর্ষের কারণে প্রায়ই কলেজ কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্ষুণ্ন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের ইমেজ। ফলে, অনেক অভিভাবকই এখন এই কলেজগুলোতে সন্তানদের ভর্তি করাতে অনাগ্রহ দেখাচ্ছেন। মেধাবী ও নিরীহ শিক্ষার্থীরাও এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান এড়িয়ে চলছেন।