ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের চূড়ান্ত গঠনতন্ত্র হস্তান্তর করা হয়েছে ক্লাবের সভাপতির কাছে। এ উপলক্ষে বুধবার (৭ মে) একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের যেকোনো আলোকচিত্র শিল্পী ক্লাবের অফিস থেকে সদস্য ফরম সংগ্রহ করে সদস্যপদ লাভের সুযোগ পাবেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ এফ এম হামিদুল্লাহ সুমন, দেশের একমাত্র শিক্ষাবিষয়ক প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সহ-সভাপতি জুবায়দা নাজনীনসহ ক্লাবের নির্বাহী সদস্যরা।
এসময় বক্তারা বলেন, ‘ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের মাধ্যমে নতুন ও উদীয়মান তরুণ-তরুণীরা ফটোগ্রাফার হতে উৎসাহিত হবেন। আধুনিক যুগে সংগঠন কিংবা ক্লাব ছাড়া ভালো আলোকচিত্র শিল্পী হওয়া যায় না। এই ক্লাবের মাধ্যমে ক্লাবের সদস্যরা কিংবা বাংলাদেশের যেকোনো আলোকচিত্র শিল্পী দেশ-বিদেশে ছবির এক্সিবিশন এবং কম্পিটিশনের সুযোগ পাবেন।’
ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের মাধ্যমে বিদেশে ছবির কম্পিটিশনের তথ্য আদান প্রদান প্রদান করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।