ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল | স্কুল নিউজ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যন্ত আকর্ষণীয় ও উৎসাহব্যঞ্জক পরিবেশে শুরু হয়েছে ‘এডুকেয়ার প্রেজেন্টস ১৬তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৫।

#স্কুল #কলেজ #শিক্ষার্থী #শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যন্ত আকর্ষণীয় ও উৎসাহব্যঞ্জক পরিবেশে শুরু হয়েছে ‘এডুকেয়ার প্রেজেন্টস ১৬তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৫।

বৃহস্পতিবার (১ মে) ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, টাইটেল স্পন্সর এডুকেয়ারের প্রতিনিধি, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরীসহ সারা দেশের দুই শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। তিন দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজনে প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, ওয়েবসাইট ডিসপ্লে, ড্রোন রেসিং, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সাইন্সফিকশন লিখন, গেইমিং কনটেস্ট, লাইন ফলোইং, কুইজ ও রোবোটিক প্রদর্শনী প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রাইমারি ক্যাটাগরিতে অংশ নেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা, সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা পৃথক পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ মহতী আয়োজন থেকেই বেরিয়ে আসবে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যারা একদিন দেশের সীমা অতিক্রম করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানান।

আগামী ৩ মে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান সিদ্দিক জোবায়ের।

#স্কুল #কলেজ #শিক্ষার্থী #শিক্ষক