কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভের ডাক | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভের ডাক

স্ট্যান্ড উইথ কুয়েট কর্মসূচি ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #কুয়েট

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ‘অন্যায্য’ উল্লেখ করে স্ট্যান্ড উইথ কুয়েট কর্মসূচি ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এদিন দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বুয়েটের বর্তমান শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এদিকে একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, কুয়েটে অন্যায্যভাবে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করছে।

এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #কুয়েট